একযুগ আগে ২০১২ সালে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী ও শিবির নেতা ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধান দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। শনিবার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, “৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও ওয়ালীউল্লাহ ও আল মুকাদ্দাস এখনও ফেরেনি। আমরা তাদের প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মদদপুষ্ট বাহিনী তাদের গুম করে নিয়ে যায়। দীর্ঘদিন আন্দোলন করেও পতিত সরকার তাদের ফিরিয়ে দেয়নি। এক যুগ পরেও অনেক নিখোঁজ মানুষকে ফিরতে দেখা গেছে, কিন্তু আমাদের ভাইয়েরা এখনও ফিরে আসেনি। আমাদের দাবি— হয় তাদের সন্ধান দিন, না হয় তাদের কবরের সন্ধান দিন।”
নিখোঁজ ওয়ালীউল্লাহর বড় ভাই অধ্যাপক খালিদ সাইফুল্লাহ মানববন্ধনে আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমি বিশ্ববিদ্যালয়ে এলে আমার পা কাঁপে, কণ্ঠ ভারী হয়ে যায়। আমি প্রশাসনের দ্বারে দ্বারে গিয়েছি, কোনো ফল পাইনি। আমার মা এখনও রাতে দরজা খোলেন ওয়ালীর ফেরার আশায়। আমার বাবা বলেন, ও যদি বেঁচে না থাকে তবে অন্তত কবরটা দেখতে চান। কবরের পাশে দাঁড়িয়ে দু’হাত তুলে দোয়া করতে চান। আমি চাই না আমার কোনো শত্রুও এভাবে গুম হোক।”
প্রসঙ্গত, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে ক্যাম্পাসে ফেরার পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওয়ালীউল্লাহ ও মুকাদ্দাসকে তুলে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে। এরপর থেকে আজ পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি।
বিডি প্রতিদিন/আশিক