রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ দিবসটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।
বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘একটি ন্যায্য এবং আশাবাদী পৃথিবীতে তাদের পছন্দের পরিবার তৈরি করতে তরুণদের ক্ষমতায়ন করা’।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসউদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিডিপ্রতিদিন/কবিরুল