এবারের এসএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হারে সেরা হয়েছে বগুড়া জেলা। বোর্ডের প্রকাশিত ফলাফলে এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯০০ শিক্ষার্থী। প্রতি বছর বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ে ফলাফলে শীর্ষে থাকলেও এবার ক্যারিয়ার শিক্ষায় মার্কস কম পাওয়ায় তারা পিছিয়ে পড়েছে। তাই এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা প্রতিষ্ঠান চত্বরে বিক্ষোভ করে।
জানা যায়, বগুড়া জেলায় এবার মোট পরীক্ষার্থী ছিল ৩৩ হাজার ৩৪১জন। পাশ করেছে ২৭ হাজার ৮৩৯জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯০০ জন পরীক্ষার্থী। পাশের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। আর জিপিএ-৫ নিয়ে রাজশাহী বোর্ডে শীর্ষ স্থানে রয়েছে বগুড়া।
২০২৪ সালে বগুড়ায় এসএসসিতে মোট ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৩১ হাজার ৭০৭ জন। জেলায় শতকরা পাসের হার ৮৯ দশমিক ৯২ শতাংশ। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৫৭৪ জন।
এদিকে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিনেই বগুড়া জিলা স্কুল কেন্দ্রে এক বড় ধরনের কারিগরি ত্রুটির অভিযোগ উঠেছে। ক্যারিয়ার শিক্ষা বিষয়ের ৫০ নম্বরের স্থলে ২৫ নম্বর প্রদান করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। অন্যান্য বিষয়ে উচ্চ নম্বর পাওয়া সত্ত্বেও এই একটি বিষয়ে অস্বাভাবিকভাবে নম্বর কম। এতে অনেক শিক্ষার্থীর জিপিএ কমে গেছে। এই কেন্দ্রে মোট ৮টি স্কুলের ৮৮৩ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। জিপিএ কমে যাওয়ার কারণে শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ব্যাপারে দুশ্চিন্তায় পড়েছে।
বগুড়া বালিকা বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী অভিযোগ করেছেন, আমরা সব বিষয়ে ৯৫-এর বেশি পেয়েছি। অথচ এই একটি বিষয়ে অর্ধেক নম্বর কমে গেছে। এতে আমাদের রেজাল্ট নষ্ট হয়েছে। ভালো কলেজে ভর্তিতে ঝুঁকির মধ্যে পড়তে হবে।
বগুড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক জিয়াউল হক লিপন জানান, পরীক্ষার ফলাফল প্রকাশের পরে বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানতে পারে যে, তাদের ক্যারিয়ার শিক্ষায় নম্বর কম দেয়া হয়েছে। ৫০ এর মধ্যে ২৫ নম্বর পাওয়ায় শিক্ষার্থীসহ অভিভাবকরা বিক্ষোভ করেন।
বগুড়া সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাইজুর রহমান জানান, আমাদের বিদ্যালয় থেকে ২৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সবাইকে ওই বিষয়ে ৫০ নম্বরের স্থলে ২৫ নম্বর দেয়া হয়েছে। এটা যে একটি কারিগরি ত্রুটি। তা বোর্ডকে জানানো হয়েছে।
বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিমা নাসরিন জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বোর্ড আগামী রবিবারের মধ্যে সংশোধিত ফল প্রকাশের আশ্বাস দিয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন