বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে আসা হাজতি আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফুল ইসলাম (৩৬) ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকার আলী হোসেন বেপারীর ছেলে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এসআই সনজিব জোয়াদ্দার গোপন সংবাদের ভিত্তিতে আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফুল জানিয়েছে ২০২২ সালের জুলাই মাসে শেরপুর জেলায় প্রেমিকাকে বিয়ে করতে না পেরে তাকে হত্যা করেছে। এ হত্যা মামলায় আরিফুল শেরপুর কারাগারে বন্দি ছিলেন। তার হাজতী নম্বর-২০৬৬/২২।
এরই মধ্যে গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেরপুর কারাগার ভেঙে আরিফুলসহ অনেক হাজতী পালিয়ে যায়। পরবর্তীতে আরিফুল আর আত্মসমর্পণ করেনি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন