বাংলাদেশের অনেক নায়িকা বা অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত। কেউ ব্যবসায়ী, কেউ শিক্ষকতা, কেউবা ব্যাংক বা বিভিন্ন মাল্টিন্যাশনাল ফার্মে কর্মরত, কেউ ইন্টেরিয়র ফার্ম আর ফ্যাশন হাউস খুলেছেন, কেউ বিউটি পারলার বা বুটিক শপ পরিচালনা করছেন, আবার কেউবা রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত। এ ছাড়াও কিছু নায়িকা বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায়ও সক্রিয়ভাবে কাজ করছেন। এমন কিছু তারকাকে নিয়ে লিখেছেন- পান্থ আফজাল
বিপাশা হায়াত
মূলত একজন অভিনেত্রী হলেও তিনি চিত্রশিল্পী এবং নাট্যকার হিসেবেও সুপরিচিত। বর্তমানে তিনি অভিনয়ের চেয়ে চিত্রাঙ্কন এবং লেখালেখিতে বেশি মনোযোগ দিচ্ছেন। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সেখানে চিত্রশিল্পী হিসেবে কাজ করছেন। আন্তর্জাতিকভাবে তাঁর আঁকা ছবির প্রদর্শনীও হয়েছে। বিপাশা হায়াত উপস্থাপিকা হিসেবে সমান জনপ্রিয় ছিলেন।
অপি করিম
দেশের টিভি অঙ্গনের দর্শকনন্দিত মডেল ও অভিনেত্রী অপি করিম। তাঁর প্রাণবন্ত হাসি দর্শকদের মন ভরিয়ে দেয়। মঞ্চ, বিজ্ঞাপন কিংবা টিভি নাটক বা চলচ্চিত্র; এমনকি নাচ- সব ক্ষেত্রেই তাঁর সমান পারদর্শিতা। অভিনয় পেশার বাইরে অপি করিম একজন স্থপতি ও শিক্ষিকা। অপি করিমের আরেকটি পরিচয়ের কথা অনেকেই জানেন না। তিনি একসময় ফুটবলও খেলতেন বেশ! যদিও তাঁর এ ফুটবল খেলার প্রতিভা পরিবার-পরিজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
রিচি সোলায়মান
রিচি সোলায়মান নাম লিখিয়েছেন ব্যবসায়। উত্তরার রবীন্দ্রসরণিতে ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামের একটি প্রতিষ্ঠান পরিচালনা করছেন তিনি।
তনিমা হামিদ
অভিনেত্রী তনিমা হামিদ এখন অভিনয়ে অনিয়মিত। তবে তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন।
অপু বিশ্বাস
অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা করছেন অপু বিশ্বাস। এরপর তিনি নাম লেখান পারলার ও রেস্টুরেন্ট ব্যবসায়। রাজধানীর আফতাবনগরে ‘সিগনেচার বাই এবি পারলার অ্যান্ড বুটিক’ এবং ‘এবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের দুটি প্রতিষ্ঠান চালু করেছেন অপু বিশ্বাস।
পরীমণি
পরীমণি সম্প্রতি ‘বডি’ নামের একটি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করেন। মা এবং নবজাতকের প্রয়োজনীয় পণ্য দিয়ে সাজানো প্রতিষ্ঠানটি। পরীমণি ঘোষণা দিয়েছেন, প্রতি তিন মাস পর বডির পণ্য বিক্রির টাকা থেকে একটি নির্দিষ্ট অংশ দেওয়া হবে অন্তঃসত্ত্বা মা ও নবজাতকদের কল্যাণে।
মৌটুসী বিশ্বাস
মৌটুসী বিশ্বাস ব্র্যাকের উদ্যোগে কমিউনিটি ভিত্তিক ট্যুরিজম সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ‘অতিথি’তে কাজ করছেন। বিশেষ করে পর্যটন উন্নয়ন প্রকল্পে পরামর্শদাতা (কনসালট্যান্ট) হিসেবে কাজ করছেন তিনি। তিনি ‘ভ্রমণ’খাত নিয়ে কাজ করেন। এসব ছাড়াও তিনি কৃষি বা ফার্মিংয়ে সময়ও দেন।
আফসান আরা বিন্দু
একসময়ের জনপ্রিয় অভিনেত্রী-মডেল আফসান আরা বিন্দু বনানীতে একটি ফ্যাশন হাউস পরিচালনা করেন। নিজের ডিজাইন করা পোশাক তিনি বিক্রি করে থাকেন।
রাফিয়াত রশীদ মিথিলা
অভিনয়ের বাইরে মিথিলার আরেকটি পরিচয় হলো তিনি একজন উন্নয়নকর্মী। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত। তিনি বিভিন্ন দেশে শিশুদের প্রারম্ভিক বিকাশের জন্য কাজ করছেন। তিনি বিভিন্ন টেকনিক্যাল টার্ম ব্যবহার করে এই প্রোগ্রামগুলোর তদারকি করেন। অন্যদিকে তিনি গায়িকা হিসেবে যেমন সমাদৃত তেমনি উপস্থাপিকা হিসেবেও। তিনি বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় লেখালেখিও করে থাকেন। রিয়েলিটি শোর বিচারকের আসনেও তাঁকে দেখা যায়।
মেহজাবীন চৌধুরী
শুধু অভিনয় নয়, মেহজাবীন একজন মডেল, ফ্যাশন ডিজাইনার, ব্র্যান্ড অ্যাম্বাসাডর, রিয়েলিটি শো-জাজ এবং সামাজিক কাজের উদ্যোক্তা হিসেবেও পরিচিত। তাঁর দাতব্য সংস্থা সুবিধাবঞ্চিত শিশু ও নারীদের সহায়তা করে থাকে। অন্যদিকে তাঁর রয়েছে একটি ইন্টেরিয়র ফার্ম, যার নাম ‘ফুর্নি’। এ ছাড়াও বোন মালাইকার সঙ্গে করেছেন ফ্যাশন হাউস ‘যারতাজ’। জানা যায়, তিনি রেন্টুরেন্ট ব্যবসা, প্রযোজনাসহ বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত।
কেয়া পায়েল
ভালোবাসার জায়গা থেকে কেয়া পায়েল যুক্ত হয়েছেন মেকওভার অ্যান্ড স্যালন বিজনেসে। তাই রাজধানীর উত্তরায় করেছেন ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’ প্রতিষ্ঠান।
নুসরাত ফারিয়া
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া অভিনয়ের বাইরে গায়িকা হিসেবে খুব পরিচিত। অন্যদিকে তাঁর একটি ব্রাইডাল স্টুডিও ও বিউটি কেয়ার রয়েছে।
মিষ্টি জান্নাত
একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে মিষ্টি জান্নাতের; প্রযোজনা সংস্থাও রয়েছে। রাজধানীর পুলিশ প্লাজায় ফ্যাশন হাউস এবং বনানীতে ‘হ্যাভেন ডেন্টাল অ্যান্ড বিউটি ক্লিনিক বাই মিষ্টি জান্নাত’ নামের দন্ত চিকিৎসালয় আছে।
উল্লেখযোগ্য অন্য যারা...
আমেরিকা বসবাসরত মৌসুমী অনেক আগে থেকেই কাপড়ের ব্যবসা ও রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত। নায়িকা মাহিয়া মাহি ‘ভারা’ ফ্যাশন হাউস ও রেস্টুরেন্ট ‘ফারিশতা’ প্রতিষ্ঠা করেছিলেন। নিপুণের আয়ের অন্যতম মাধ্যম ‘টিউলিপ নেইলস অ্যান্ড স্পা’। জানা যায়, এর বাইরে লন্ডনে নায়িকা রেস্টুরেন্ট ব্যবসা শুরু করার ঘোষণা দিয়েছিলেন। অহনা ও সালহা খানম নাদিয়ার রয়েছে ‘পারলার’। মৌসুমী হামিদও ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচিত করছেন।