এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা বজায় রেখেছে রাজধানীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তবে চলতি বছরে কিছুটা কমেছে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
২০২৫ সালে এসএসসিতে এ প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৬৪০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে পাস করেছে ২ হাজার ৫৮৬ জন। পাসের হার ৯৭ দশমিক ৯৫ শতাংশ। এর আগে গত বছরে মোট ২ হাজার ৪১১ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। পাস করেছিল ২ হাজার ৪০১ জন। পাসের হার ৯৯ দশমিক ৫৯ শতাংশ।
আজ বৃহস্পতিবার ঢাকা বোর্ডের প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
জিপিএ-৫ পাওয়া রাশাদ আফরান উচ্ছ্বাস প্রকাশ করে বাংলাদেশ প্রতিদিনকে জানান, রেজাল্ট শুনে প্রথমে আমার আম্মু-আব্বুকে জানিয়েছি। ভর্তি পরীক্ষা দেওয়ার আগে আরও ভালো প্রস্তুতি নিতে চাই। যেন ইন্টারে নটরডেমে ভর্তি হতে পারি।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস বলেন, ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল থেকে২ হাজার ৬৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যাদের মধ্যে পাস করেছেন ২ হাজার ৫৮৬ জন। আর অকৃতকার্য হয়েছেন ৫৪ জন শিক্ষার্থী। শতকরা হিসাবে যা ৯৭ দশমিক ৯৫ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১৫৪৯ জন শিক্ষার্থী বা ৫৮ দশমিক ৬৭ শতাংশ। গত বছরের জিপিএ-৫ পেয়েছিলেন ১৯৫৬ জন বা ৮০ শতাংশ।
বিডি প্রতিদিন/আরাফাত