রাজধানীর ভাটারায় নিজ বাসা থেকে এক ব্যাংকারের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আসিফ উদ্দিন সুমন (৪৫)। গুলশানের সিলন ব্যাংকে চাকরি করতেন তিনি।
তার চার বছরের একটি সন্তান রয়েছে। কয়েক দিন আগে তার স্ত্রী দুবাই যান। বুধবার বাসায় এসে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে তারা অর্ধগলিত লাশ উদ্ধার করে। গতকাল দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
আসিফের গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ চর এলাকায়। ভাটারা থানার এসআই আবদুল ওয়াদুদ বলেন, বাসার সপ্তম তলার রুম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।