সীমান্ত থেকে অস্ত্র এনে ভাড়ায় অপরাধ করাত একটি চক্র। র্যাব-২ এর একটি দল শুক্রবার বিকালে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে চারটি বিদেশি অস্ত্র ও গুলিসহ এ চক্রের ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাররা হলো- রকিবুল হাসান ফ্রান্স (৩৫), রিয়াজুল ইসলাম (৩৫), কামরুজ্জামান ওরফে নাইম (২৭), আলম (৩৩), আল-আমিন (৩০) ও নয়ন (৩২)। তারা কখনো কখনো নিজেরাই কন্ট্রাক্ট নিয়ে জমি দখল, খুন, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
গতকাল রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ভাটারা এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি বিদেশি রিভলভার ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রকিবুল হাসান ফ্রান্স এ গ্রুপের দলনেতা। এর আগেও সে বেশ কয়েকবার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। মূলত অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত সে। তবে অস্ত্র ব্যবসার পাশাপাশি দলের সদস্যদের নিয়ে চাঁদাবাজি, ডাকাতি এমনকি ছিনতাই করে আসছিল।