সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রাম থেকে হোসনেয়ারা বেগম (৩০) নামের এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী।
নিহত হোসনেয়ারার চার বছরের মেয়ে প্রীতি ও তিন বছরের ছেলে লাবিব রয়েছে।
রবিবার দুপুরে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে দুই শিশুর কান্নাকাটি শুনে বাড়ির লোকজন দরজা খুলতে চেষ্টা করেন। কিন্তু দরজা বন্ধ থাকায় তারা তা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এসময় হোসনেয়ারার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
স্থানীয়রা জানান, হোসনেয়ারা ও তার পরিবারের মধ্যে কোনো কলহ ছিল না। স্বামী প্রবাসে থাকায় তিনি সন্তানদের নিয়েই আলাদা থাকতেন।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত