ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে একত্রে চারটি পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকাগামী লেনে সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন, গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস, নড়াইল থেকে ছেড়ে আসা নড়াইল এক্সপ্রেস এবং বরিশাল থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের চারটি বাস। শিবচরের পাঁচ্চর নামক স্থানে এসে পর্যায়ক্রমে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের ডিভাইডারে আছড়ে পড়ে ফরিদপুর থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন। সঙ্গে সঙ্গেই পেছন থেকে ধাক্কা লাগে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের। অন্য দুটি পরস্পরের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ২০ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহীন মাদবর জানান, একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে প্রথমে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে আছড়ে পড়ে। এর পরপরই আরও তিনটি পরিবহন দুর্ঘটনার শিকার হয়। চারটি যাত্রীবাহী বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। কেউ মাথায় আঘাত পেয়েছেন, কেউ হাত-পায়ে। তবে কেউই গুরুতর নন।
ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রী গিয়াস উদ্দিন মীর বলেন, অল্পের জন্য যাত্রীরা রক্ষা পেয়েছেন। ডিভাইডার না থাকলে বাস খাদে পড়ে যেত। ডিভাইডারের কারণে যাত্রীরা বেঁচে গেছেন। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। প্রথমে পেছন থেকে একটি যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ধাক্কা দিলে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে পেছন থেকে আসা আরও দুটি বাস এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসগুলোর সঙ্গে ধাক্কা খায়। এতে চারটি বাসই ক্ষতিগ্রস্ত হয়।