মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্তে বিএসএফ ও বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে চার শিশুসহ ১৪ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। গতকাল সকালে এ পতাকা বৈঠক হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মোর্শেদ রহমান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সকালে বাংলাদেশের অভ্যন্তরে কাথুলী বিওপির সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর দুটি পরিবারের ১৪ সদস্যকে হস্তান্তর করেছে বিএসএফ। এদের মধ্যে ছয়জন পুরুষ, চারজন নারী ও চার শিশু রয়েছে। সবার বাড়ি ঠাকুরগাঁও জেলায়। তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢুকে। তাদের গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুশ ইন হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।