উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। সারা দেশে এ পরীক্ষায় পাস করেছে ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন। ফল প্রকাশের পর শিক্ষার্থীদের শঙ্কা এখন উচ্চশিক্ষায় পছন্দের বিদ্যাপীঠে ভর্তি নিয়ে। কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজে সীমিত আসন। ফলে এ প্লাস পাওয়া শিক্ষার্থীরাও সবাই সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবে না। আবার জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসাগুলোতে অন্তত ৬ লাখ আসন ফাঁকা থাকবে এবার।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ৫৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সম্মান (স্নাতক) প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় ৫৫ হাজার ৭৫৫টি। এ ছাড়া সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি ও ডেন্টাল কলেজে ৯৪৫টি সব মিলে প্রায় ৬২ হাজার আসন ঘিরেই তীব্র প্রতিযোগিতা থাকবে ছাত্রছাত্রীদের। তাই জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীও তাদের পছন্দের মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন না। তবে তাদের উচ্চশিক্ষার জন্য আসনের কোনো সংকট নেই বলে জানা গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন তারা। এসব প্রতিষ্ঠানে আসন সংখ্যার কোনো সংকট নেই।
প্রাপ্ত তথ্যমতে, দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক পাস ও স্নাতক সম্মানে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন রয়েছে ৯ লাখ ৪৬ হাজার ৯৫টি। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন রয়েছে ২ লাখ ৫৩ হাজার ২৮৮টি। আর সরকার অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজগুলোতে আসন রয়েছে আরও ৬ হাজার ২৯৩টি, বেসরকারি ডেন্টাল ইউনিটে আসন রয়েছে ৫৪৫টি।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেন, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার আগ্রহ বেশি থাকে। সে হিসেবে এসব প্রতিষ্ঠানে বরাবরের মতোই এবারও প্রতিযোগিতা বেশি হবে। তবে ছাত্রছাত্রীরা বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে ভর্তির সুযোগ পাবেন। তাই আসনের কোনো সংকট হবে না।