মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা। আজ দুপুরে শহীদ মিনার থেকে থালা হাতে নিয়ে শিক্ষা ভবন অভিমুখে ভুখা মিছিল করবে তারা। গতকাল এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এ তথ্য জানান। আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গতকাল কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন। দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কালো পতাকা মিছিল শুরু হয়। মিছিলটি দোয়েল চত্বর হয়ে কদম ফোয়ারা চত্বরে আসে। সেখানে তাঁরা বিক্ষোভ সমাবেশ করেন। এতে সহস্রাধিক শিক্ষক-কর্মচারী অংশ নেন।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অন্য দাবির মধ্যে রয়েছে- ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা।
গতকাল কদম ফোয়ারায় বিক্ষোভ সমাবেশে শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, শিক্ষকরা কোনো দুর্নীতি করেন না, দুর্নীতি করেন আমলারা। আমলাদের গাড়ি-বাড়িসহ যাবতীয় সুবিধা রয়েছে। আর শিক্ষকরা সামান্য অধিকার আদায়ে প্রচণ্ড গরমে রাস্তায় আন্দোলন করছেন। এটা আমাদের জন্য লজ্জাজনক।
রাশেদ খান বলেন, আমলাদের চেয়ে শিক্ষকদের বেতন বেশি হওয়া উচিত। শিক্ষকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত গণঅধিকার পরিষদ তাদের পাশে থাকবে বলেও জানান তিনি।
বিক্ষোভ সমাবেশে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, সরকারকে বেকায়দায় ফেলার কোনো চিন্তা আমাদের নেই। কিন্তু সরকারের প্রতি এই সহযোগিতাকে যদি দুর্বলতা মনে করা হয়, আর শিক্ষকরা যদি বিদ্রোহী হয়ে ওঠেন, তাহলে প্রশাসনকে বলতে চাই, আপনার কোনো বাহিনী দিয়ে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। গত রবিবার থেকে শিক্ষক-কর্মচারীরা জাতীয় প্রেস ক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান, সচিবালয় অভিমুখে লংমার্চ ও শাহবাগ মোড় অবরোধের মতো কর্মসূচি পালন করছেন। সর্বশেষ গত শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁরা অনশন কর্মসূচি শুরু করেন। এতে অংশ নিয়েছেন শতাধিক শিক্ষক-কর্মচারী।