বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অনেকের দাবি মেনে নেওয়া হচ্ছে অথচ জুলাই যোদ্ধাদের বঞ্চিত করা হচ্ছে। এটা ঠিক হচ্ছে না। জুলাই সনদ স্বাক্ষরের দিনেও জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হয়েছে, অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে মার খেতে হয়েছে, এটা লজ্জাজনক। গতকাল রাজধানীর মিরপুর-১০ এলাকার সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠে ঢাকা-১৫ আসনের শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে জামায়াত আমির সরকারের উদ্দেশে বলেন, এ বিষয়ে টালবাহানা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের পর জনগণের মধ্যে যে আশাবাদের সৃষ্টি হয়েছিল, তা পূরণে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। দুর্নীতি ও অনিয়ম রয়ে গেছে। সরকার জনগণকে শান্তি ও নিরাপত্তা দিতে পারেনি। ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আবদুর রহমান মুসার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি লস্কর মোহাম্মদ তসলিম প্রমুখ।