খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ হারিয়েছেন দুজন। আহত হয়েছেন ১৩ জন। গতকাল দুপুরে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের সাপমারায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন দীঘিনালা কবাখালি এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাক সওদাগর (৬০) ও সুপারভাইজার অনিল চাকমা (৩৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙামাটির বাঘাইছড়ি থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস সাপমারায় পৌঁছালে পুলিশ চেকপোস্টের পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ১৩ জন আহত হন।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দুজনের লাশ উদ্ধার করেছেন। মাটিরাঙা সার্কেলের সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী খবর পেয়ে ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহযোগিতায় মাটিরাঙা ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠায়। খাগড়াছড়ি হাসপাতালে নয়জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে আটজন বাড়ি ফিরে গেছেন। একজন চিকিৎসাধীন রয়েছেন বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপেলবাপ্পি চাকমা জানান।
সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, বাঘাইছড়ি থেকে আসা চট্টগ্রামগামী শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুজন প্রাণ হারান।