আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য ডাবল কেবিন পিকআপ ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য মোটরসাইকেল বরাদ্দ করাসহ চারটি দাবি জানিয়েছে উপজেলা/থানা/সমমান ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশন। গতকাল নির্বাচন ভবনে অনুষ্ঠিত সাধারণ সভা থেকে এসব দাবি জানানো হয়। দাবি বাস্তবায়নে তারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি স্মারকলিপিও দেবেন। চারটি দাবির মধ্যে আরও রয়েছে- নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের আলোকে দ্রুততম সময়ে নির্বাচন কমিশন সচিবালয় অধ্যাদেশ সংশোধন করে নির্বাচন কমিশন সার্ভিস গঠন, উপেজেলা নির্বাচন কর্মকর্তাদের ষষ্ঠ ও সহকারী উপজেলা কর্মকর্তাদের ৯ম গ্রেডে উন্নীতকরণ, জাতীয় পরিচয়পত্র আইন ২০২৩ বাতিল করে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনে ন্যস্ত করার দাবি জানিয়েছেন কর্মকর্তারা।
এদিকে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল উপজেলা, থানা ও সমমানের নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্মকর্তারা নির্বাচনি প্রস্তুতি, মাঠপর্যায়ে সমন্বয়, ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার নানা বিষয়
নিয়ে আলোচনা করেন। এ ছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে প্রযুক্তি ব্যবহার, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় ও ভোটকেন্দ্র ব্যবস্থাপনা সম্পর্কেও বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
অ্যাসোসিয়েশনের নেতারা জানান, কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করা হবে এবং জনগণের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।