যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম (৪০)। গতকাল রাত ৯টার দিকে রাজগঞ্জ বাজারের ত্রিমোহিনী সড়কে এ ঘটনা ঘটে। আশরাফুল চালুয়াহাটি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোবারকপুর গ্রামের মৃত আজাহার আলী মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ত্রিমোহিনী সড়কে আতাউরের দোকানে চা পান করছিলেন আশরাফুল। এ সময় অপরিচিত কয়েকজন তাকে ঘিরে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আশরাফুলের মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার জানান, ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।