মাইজভান্ডার দরবার শরীরের আধ্যাত্মিক শরাফতের প্রবর্তক গোলামুর রহমান মাইজভান্ডারী, প্রকাশ বাবাভান্ডারীর নাতি ও গাউছে জামান সৈয়দ শফিউল বশর মাইজভান্ডারীর জৈষ্ঠ্য সন্তান শাহসুফি সৈয়দ হাবিবুল বশর মাইজভান্ডারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী।
আজ এক শোক বার্তায় তিনি বলেন, তরিকতের প্রচার প্রসার ও মানবকল্যাণে নিবেদিত ছিলেন তিনি।আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
বাংলাদেশ সময় সকাল ১০টায় থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও ভক্ত রেখে গেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত