গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া গ্রামের লিজা আক্তার (১৬) দাখিল পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে ফলাফল প্রকাশের পর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি জেনে, নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে লিজা।
লিজা আক্তার উপজেলার বাটিকামারী ইউনিয়নের বাহাড়া জালাল মাঠ গ্রামের রেজাউল ইসলাম রিজুর মেয়ে। সে এ বছর বাহাড়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়।
এ বিষয়ে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন