ভারতের ঝাড়খণ্ডের সবুজে মোড়া বনাঞ্চলে সম্প্রতি ঘটে গেল এক হৃদয়স্পর্শী ঘটনা। একটি ট্রেন হঠাৎ থেমে যায় মাঝপথে। কোনো যান্ত্রিক ত্রুটি নয় বরং থেমে থাকার কারণ ভিন্ন এবং অনন্য। এক গর্ভবতী মা হাতি তখন প্রসব বেদনায় কাতর হয়ে দাঁড়িয়ে পড়ে রেললাইনের মাঝখানে।
দুই ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থাকে ট্রেনটি। কোনো তাড়া নেই, নেই যাত্রীদের অসন্তোষ। বরং সবাই সাগ্রহে অপেক্ষা করেন। যেন প্রত্যেকেই বুঝে গিয়েছিলেন এই মুহূর্তটা শুধু প্রকৃতির, নতুন প্রাণের।
প্রসব প্রক্রিয়া শেষ হতেই মা হাতির পাশেই উঠে দাঁড়ায় একটি ফুটফুটে শাবক। মা ও সন্তান একসঙ্গে ধীরে ধীরে হেঁটে যায় বনের গভীরে। ট্রেন আবার চলে কিন্তু যাত্রীদের হৃদয়ে থেকে যায় এক জীবন্ত স্মৃতি।
এই বিরল মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজে সেই ভিডিও শেয়ার করেন তাঁর এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে। তিনি লেখেন, মানুষ-প্রাণীর সংঘাতের খবরের মাঝখানে এই ঘটনা যেন আমাদের মনে করিয়ে দেয় সহাবস্থানের সৌন্দর্য। ঝাড়খণ্ডে একটি ট্রেন দুই ঘণ্টা অপেক্ষা করে এক গর্ভবতী হাতিকে সন্তানের জন্ম দেওয়ার সুযোগ দেয়। মা ও শাবককে হেঁটে যেতে দেখে মন ভরে ওঠে।
মন্ত্রী আরও জানান, পরিবেশ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় যৌথভাবে ইতিমধ্যেই দেশের প্রায় ৩,৫০০ কিমি রেলপথ জরিপ করে ১১০টিরও বেশি সংবেদনশীল স্থান চিহ্নিত করেছে, যেখানে বন্যপ্রাণীদের চলাফেরা বেশি। এই পরিকল্পনার ফলেই এমন হৃদয় ছুঁয়ে যাওয়া ঘটনা সম্ভব হয়েছে।
এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, যদি একটু ধৈর্য ধরি, একটু সহানুভূতিশীল হই তবে প্রকৃতি তার আশ্চর্য রূপে ধরা দেয় আমাদের কাছে। এই মা হাতি ও তার নবজাতক শুধুই খবরের শিরোনাম নয়, তারা শেখায় ভালোবাসা, সহানুভূতি এবং সহাবস্থানের ভাষা।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/নাজমুল