মুন্সিগঞ্জের সিরাজদীখানে জমি-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ করেছেন নিহতের পরিবারের। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এলাকার মদিনানগর মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ীর নাম সাহেব আলী। এ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ প্রতিবেশী স্বপন ও তার লোকজনের বিরুদ্ধে।
সাহেব আলীর ছেলে সোহাগ শেখ জানান, আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ।
বিডি প্রতিদিন/জুনাইদ