গত জুন মাসে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। ওই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা দেওয়া হয়েছিল যে সব প্রস্তুতি শেষ করা গেলে আগামী বছর রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। রোজার মাস রমজান সম্ভবত শুরু হবে ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি। অর্থাৎ ভোট সম্পন্ন করতে হবে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ। জানুয়ারি বা ফেব্রুয়ারি যখনই ভোট হোক না কেন, এ বছর ডিসেম্বরের মধ্যে ভোটের সব প্রস্তুতি শেষ করতে হবে। এই নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার আইনশৃঙ্খলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি নির্বাচনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন। সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের আলোচনা ও নির্দেশনা বিষয়ে জানান। প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন আগামী বছর ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নিতে হবে। নির্বাচন সামনে রেখে ডিসেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করতে হবে। এজন্য আগামী মাসগুলোতে কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রয়োগ করতে হবে। বিগত তিনটি নির্বাচনে বিপুলসংখ্যক তরুণ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নতুন ও তরুণ ভোটারদের আলাদা ভোটার তালিকা তৈরি কিংবা আলাদা ভোটিং বুথ রাখা যায় কি না, তা-ও দেখা যেতে পারে। এ ছাড়া প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ১৬ বছর দেশের মানুষ ভোট দেখেনি। আগামী নির্বাচনে ভোটারদের যেন একটি ভালো অভিজ্ঞতা হয়। একটা সুন্দর স্মৃতি থাকে। যারা প্রথমবার ভোট দেবেন তারা যেন সন্তুষ্ট হন। নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কেউ যেন ভোটের অধিকার থেকে নারীদের বঞ্চিত করতে না পারে। নির্বাচন পর্যবেক্ষকের নামে কেউ যাতে দলীয় কর্মীকে ভোট কেন্দ্রে পাঠাতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। একটি অবাধ, সুষ্ঠু প্রকৃত নির্বাচন করতে যে ধরনের আয়োজন করতে হয় সেই প্রশিক্ষণ দিতে হবে। প্রয়োজনে রিহার্সাল নির্বাচন করতে হবে। বিতর্কমুক্ত নির্বাচন অনুষ্ঠানে যা যা দরকার সব প্রস্তুতি নিতে হবে। প্রধান উপদেষ্টার এই আকাক্সক্ষাই তো জন-আকাক্সক্ষার প্রতিধ্বনি। দেশবাসী আর আগের মতো লোকদেখানো নির্বাচন দেখতে চায় না। চায় না নির্বাচনের নামে প্রহসন। ‘সব ভালো যার শেষ ভালো’ প্রবচন মনে রেখে, ঘোষিত সময়েই নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করা হবে-এটাই অন্তর্বর্তী সরকারের কাছে জাতির প্রত্যাশা।
শিরোনাম
- শাবিতে রক্তদানে উৎসাহিত করতে ‘সঞ্চালন’-এর নতুন উদ্যোগ
- উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান
- কানাডার মন্ট্রিয়লে দু’দিনব্যাপী ৩৯তম ফোবানা সম্মেলন শুরু
- সম্পর্ক জোরদারে চীন সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
- তিন দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
- ইংল্যান্ডে গাড়ির কাঁচ মুছে টাকা দাবি, ‘ভারতীয়’ শিক্ষার্থীর ভিডিও ভাইরাল
- মালয়েশিয়ায় উদযাপিত হচ্ছে ৬৮তম স্বাধীনতা দিবস
- লেবাননে দুই দফা বিমান হামলা ইসরায়েলের
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠকের সময় পরিবর্তন
- সরকার ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের উদ্যোগ নিয়েছে: পরিবেশ উপদেষ্টা
- ডাকসু নির্বাচন: ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, শুনানির দিন ধার্য
- অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনো সংশয় আছে : রিজভী
- চবি এলাকায় ফের শিক্ষার্থী-স্থানীয়দের সংঘর্ষ, আহত প্রো-ভিসি, প্রক্টরসহ অনেকে
- ১৩ মাসে ঢাকা ও আশপাশে ১৬০৪ অবরোধ
- বাংলাদেশ প্রতিদিনের আহত সাংবাদিক দুর্জয়ের খোঁজ নিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
- রাকসু নির্বাচন ঘিরে দফায় দফায় সংঘর্ষ, আহত বেশ কয়েকজন
- হাসনাত আবদুল্লাহর জন্য উপহার পাঠালেন রুমিন ফারহানা
- চবিতে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
- ছেলের সঙ্গে মারামারি গড়াল ডিএনএ পরীক্ষায়, জানলেন সন্তানদের বাবা নন তিনি
- সিলেটে আরও ৫০ হাজার ঘনফুট পাথর উদ্ধার
নির্বাচনের প্রস্তুতি
সব ভালো যার শেষ ভালো
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর