দুর্ভাগ্যজনক বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক মাদক মাফিয়ারা বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করছে। এক দশকে ভয়ংকর মাদক কোকেনই জব্দ হয়েছে প্রায় অর্ধশত কোটি টাকার। স্বভাবতই এর সঙ্গে রাঘববোয়ালরা জড়িত, কিন্তু তারা বরাবরই থেকে যাচ্ছে পর্দার অন্তরালে। আইনি দুর্বলতার কারণে কোকেন মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা থাকে, বিচার হয়ে পড়ে অনিশ্চিত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বলছে, ভৌগোলিক অবস্থানগত কারণে আন্তর্জাতিক কোকেন চক্র বাংলাদেশকে সহজ ট্রানজিট রুট বিবেচনা করে। দক্ষিণ আমেরিকা থেকে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য হয়ে কোকেন আসে বাংলাদেশে। এরপর চক্র তা ভারত, ইউরোপ ও উত্তর আমেরিকায় পাঠানোর চেষ্টা চালায়। নিশ্চয়ই কিছু ক্ষেত্রে সফলও হয়, না হলে এ চর্চা ধারাবাহিকভাবে চলতে থাকবে কেন? গত সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আট কেজির বেশি কোকেনসহ গ্রেপ্তার হন ক্যারিবীয় দেশ গায়ানার এক নারী। যিনি ব্রাজিল থেকে ওই কোকেন সংগ্রহ করে নিউইয়র্ক ও কাতার হয়ে ঢাকায় আসেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইতোপূর্বে এমন অনেক বড় চালানই ধরা পড়েছে। প্রকাশিত খবরের তথ্য বলছে, তদন্ত ও অনুসন্ধানে ডিএনসি বাংলাদেশে কোকেন পাচারের আন্তর্জাতিক চক্রের প্রধান সম্পর্কে জানতে পেরেছে। তিনি এ দেশের পোশাকসহ বিভিন্ন ব্যবসার আড়ালে কোকেনের কারবার চালিয়ে আসছিলেন। একপর্যায়ে দেশীয় মাদক গডফাদারদের সহযোগিতায় পালিয়ে গেলেও, এখনো নাইজেরিয়া থেকে কারবার সমন্বয় করছেন। যারা আটক হয়, তারা নেহাতই বাহক। মূল চক্রের তথ্য তারা দিতে পারে না। ফলে হোতাদের খুঁজে পাওয়া যায় না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও হয় না। উদ্বেগের বিষয় হচ্ছে, ডিএনসির দায়িত্বশীল সূত্র বলছে, দেশে ছয় ধরনের নতুন মাদক ঢুকছে। এসব মাদক ভুয়া ঘোষণায় বিদেশ থেকে আনা হচ্ছে, যা তরুণ সমাজের জন্য বড় হুমকি। এর বিরুদ্ধে শক্ত প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা জরুরি। কিন্তু দেশীয় চক্রের প্রভাবে এবং সংশ্লিষ্ট প্রশাসনের অসৎ কর্মচারীদের যোগসাজশে, এসব মামলার অধিকাংশের এজাহারটাই সঠিকভাবে করা হয় না। সেই ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যায় প্রকৃত অপরাধী রাঘববোয়ালরা। ভূত তাড়াবার শর্ষেতেই যদি ভূত থেকে যায়, নিরাময় হবে কীভাবে? সেই পন্থাটা খুঁজে বের করা দরকার। মাদকের ট্রানজিট রুট কেন হবে বাংলাদেশ? এ অখ্যাতি ঘোঁচাতে হবে।
শিরোনাম
- মানুষের মতো স্বাদ নেয় ও মনে রাখে কৃত্রিম জিভ, তাক লাগালেন চীনা বিজ্ঞানীরা
- ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা
- মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ আটক ৫
- সালমানের ব্যাটে ৬ বলে ৬ ছক্কা, ১২ বলে ১১: শেষ ২ ওভারে উঠল ৭১ রান
- চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
- ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতা
- ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন
- নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
- সেলফির নেশায় মৃত্যু: ভারত ও যুক্তরাষ্ট্র শীর্ষে
- উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, মাঝ-আকাশে বিমানে আতঙ্ক
- আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে
- ৯৯ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল এশিয়া
- ফোরজিতে ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ
- ছেলের জন্মদিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রী ও শাশুড়িকে হত্যা করল স্বামী
- গাজা যুদ্ধে ৯০০ ইসরায়েলি সেনা নিহত
- তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
- চীনে পৌঁছেছেন পুতিন
- দিনের তাপমাত্রা বাড়লেও ঢাকায় হতে পারে বৃষ্টি
- একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু
- প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক আজ