ফের উত্তাল রাজনীতি। কারও ভাষায় টালমাটাল। কেউ বলছেন ঘূর্ণাবর্তে। প্রসঙ্গ গণভোট ও নির্বাচন। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দিনক্ষণ নিয়ে প্রধান দলগুলোর মধ্যে মতানৈক্যে রাজনীতির অঙ্গন উষ্ণতা অতিক্রম করে উত্তাপ অভিমুখী। বিএনপির দাবি- সংসদ নির্বাচনের আগে গণভোট নয়। জামায়াতসহ আট ইসলামি দল চায় এ মাসের মধ্যেই। আদেশ প্রত্যাশা করে দ্রুততম সময়ে। এনসিপি তাদের চাওয়া প্রতীক প্রশ্নে অটল অবস্থানে। হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি হলে দায় প্রধান উপদেষ্টার। রাজনৈতিক দলগুলোর এমন প্রকট পরস্পরবিরোধী অবস্থানে সরকার চাপে রয়েছে। এ প্রেক্ষাপটে জন-জল্পনাকল্পনার প্রধান বিষয় হচ্ছে- ঘোষিত সময়ে নির্বাচন হবে তো? ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন অনেকে। দলগুলোর মধ্যে যে অনৈক্যের সুর তা উদ্বেগজনক। ১৮ কোটি মানুষের দেশে অর্ধশতাধিক রাজনৈতিক দলের মত-পথ-প্রত্যাশা, নীতি-আদর্শে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। তারা তা প্রকাশ করবেন, আদায়ে উচ্চকণ্ঠ হবেন- এটাও গণতন্ত্র এবং রাজনৈতিক স্বাধীনতার সৌন্দর্য। তবে সব দল এবং তাদের দায়িত্বশীল নেতৃত্বের বিবেচনায় বৃহত্তর জাতীয় স্বার্থ, স্বাধীনতা-সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা এবং মানবিক মর্যাদা সমুন্নত রাখার দৃঢ়প্রত্যয় দেখতে চায় জাতি। জুলাই বিপ্লবের পর ১৫ মাস পূর্ণ হচ্ছে। রাষ্ট্র সংস্কার ও বিচার কর্মযজ্ঞ আশাব্যঞ্জক গতিতেই চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, সরকারের এ প্রত্যয়ী ঘোষণার পর ভোটের বাদ্য বাজছে সারা দেশে। সাজসাজ রব দলগুলোয়। জোট গঠন, প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া তারই সাক্ষ্য দেয়। সরকার ও নির্বাচন কমিশনের আন্তরিকতা প্রকাশ পাচ্ছে দফায় দফায় বৈঠক, প্রস্তুতি গ্রহণ এবং কিছু ক্ষেত্রে আপসে। সবাই চাচ্ছে ঘোষিত সময়ে নির্বাচনটা সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার অর্পিত হোক এবং তারা পর্যায়ক্রমে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করুক। এ ক্ষেত্রে কিছু ছাড়, কিছু সমঝোতার মাধ্যমে হলেও নির্বাচন বিষয়ে দলগুলোর মতৈক্যে পৌঁছানো জরুরি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। শুক্রবার বিকালে যখন এ কলাম লেখা হচ্ছে- তার আগে-পরেও অনেক সিদ্ধান্ত, মতের পরিবর্তন হতে পারে। যাই হোক, তা শুভ হোক। উত্তাল রাজনীতি স্থিত হোক, টালমাটাল অবস্থা কাটিয়ে ঘূর্ণাবর্ত থেকে উঠে দাঁড়াক। সব শঙ্কা-অনিশ্চয়তার উত্তাপ প্রশমিত হোক সংগত সমাধানে।
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
উত্তাল রাজনীতি
প্রশমিত হোক সংগত সমাধানে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর