এমনকি পিঁপীলিকাও সঞ্চয়ী, আপৎকালের সঞ্চয় তারা পূর্বাহ্নেই করে রাখে। এ আপ্তবাক্য অনাদিকালের। কিন্তু বর্তমান কঠিন জীবন বাস্তবতা দেশের মানুষের জন্য এর অনুকূলে নয়। দেশে বিত্তহীন, নিম্নবিত্ত শ্রেণির কোনো সঞ্চয়ই থাকে না। নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণির গৃহবধূ, প্রবাসী, ছোট ব্যবসায়ী, অবসরপ্রাপ্ত প্রবীণরা কষ্টে রক্ষিত যৎসামান্য সঞ্চয় জমা রাখেন বিশ্বস্ত পাত্রে। এ ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জাতীয় সঞ্চয়পত্র ছিল তাদের আস্থা ও ভরসার নিরাপদ আশ্রয়। কিন্তু সরকারের এ প্রকল্পেও এখন ভাঙনের সুর। অধিদপ্তরের রিপোর্ট বলছে, মানুষ এখন কিনছে যত, তার চেয়ে ভেঙে টাকা তুলে নিচ্ছে বেশি। এর কারণ স্পষ্ট। সরকারি গ্যারান্টি আর তুলনামূলক বেশি সুদের কারণে এ খাতে মানুষের আস্থা ও আগ্রহ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকার সঞ্চয়পত্রের ওপর নির্ভরতা কমাতে চাইছে। সুদহার কমানোর পরিকল্পনা করছে। সঞ্চয়পত্র থেকে সাধারণের মুখ ফিরিয়ে নেওয়ার এটা একটা কারণ। বিনিয়োগের বিকল্প সুযোগগুলোও সাধারণ মানুষের জন্য আকর্ষণীয় নয়। শেয়ারবাজারে বা বন্ডবাজার তাদের জন্য নিরাপদ নয়। ক্ষুদ্র বিনিয়োগকারীরা বারবার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তা ছাড়া প্রকৃত অবস্থা হচ্ছে- মানুষ এখন আর সঞ্চয় করতেই পারছে না। বরং আগের সঞ্চয় ভেঙে টিকে থাকার চেষ্টা করছে। আয় কমে যাওয়া, নিত্যপণ্যের লাগামহীন বৃদ্ধি এবং কর্মসংস্থানে ভাটার টানে মধ্যবিত্তের ভাঁড়ার শূন্য। দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে। হাতে বাড়তি কোনো টাকা নেই। ভবিষ্যৎ সুরক্ষার চেয়ে বর্তমান পরিস্থিতি সামাল দেওয়াই বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক অস্থিরতার অনিশ্চয়তা, নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বেসামাল বাজারে নাকাল মানুষ সম্ভব হলে নগদ টাকা হাতে রাখাই ভালো বোধ করছে। বিনিয়োগে ভয় পাচ্ছে। এতে অর্থ প্রবাহ স্থবির হয়ে পড়ছে, কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। সার্বিকভাবে জাতীয় অর্থনীতির জন্য যা মোটেই ভালো লক্ষণ নয়। এ নেতিবাচক অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে সামাজিক-রাজনৈতিক স্থিতিশীলতা, আইনশৃৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দেশিবিদেশি বিনিয়োগের মাধ্যমে ব্যাপকভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও বাজার নিয়ন্ত্রণ জরুরি। সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন পূরণের উপযোগ সৃষ্টি করতে হবে। এমন সুশৃঙ্খল সামাজিক ও অর্থনৈতিক কাঠামো চাই- যেখানে মানুষের ন্যূনতম সঞ্চয় গড়ে তোলার সামর্থ্য অর্জিত হবে। সেই সঞ্চয় লাভজনক এবং নিরাপদ রাখার ক্ষেত্রও তৈরি করা চাই। কারণ তাতে ব্যক্তি থেকে শুরু করে জাতীয় অর্থনীতিরই কল্যাণ।
শিরোনাম
- একাত্তরের পরাজিত শত্রুরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: সেলিমুজ্জামান
- বগুড়ায় বিএফএ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বিদ্যুৎ বয়েজ ক্লাব
- ধূসর হয়ে পড়েছে যে স্বপ্ন
- সংকোচনমুখী মুদ্রানীতি বিপর্যয়ে বেসরকারি খাত
- গণভোট নয়, সুষ্ঠু নির্বাচনই দেশের একমাত্র প্রয়োজন: তৃপ্তি
- সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যের মৃত্যু
- হিন্দুদের কিছু হবার আগে আমি ঢাল হয়ে দাঁড়াবো: টুকু
- প্রেজেন্টেশন বানিয়ে দেবে গুগলের জেমিনাই
- জুভেন্টাসের কোচের দায়িত্ব পেলেন স্পালেত্তি
- শিরোনামহীনের নতুন গান ‘ক্লান্ত কফিশপ’
- চুরি বা নকল ফোন আর চলবে না দেশের নেটওয়ার্কে
- সংকট থেকে উত্তরণের পথ সরকারকেই খুঁজে বের করতে হবে : মির্জা ফখরুল
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাইমচর থানার ওসি মহিউদ্দিন আর নেই
- স্বাস্থ্য সহকারীরা স্বাস্থ্যখাতের সুনাম অর্জনের মূল কারিগর : ডা. জাহিদ
- রাতেই যেসব জেলায় ঝড়ের আভাস
- জিয়াউর রহমান খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে উন্নয়নের সূচনা করেছিলেন : বাবুল
- যাত্রাবাড়ীতে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নিয়ামতপুরে কর্মীসভা অনুষ্ঠিত
- জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়কের পদত্যাগ
- ধর্মীয় মূল্যবোধকে সম্মান করা উচিত: এ্যানি
ভাঁড়ারে টান, সঞ্চয়ে হাত
ঘুরে দাঁড়ানোর উপযোগ তৈরি করুন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর