স্ট্রোক এমন একটা গুরুতর স্বাস্থ্য সমস্যা, যা মূলত মানুষের মাথায় আঘাত হানে। মস্তিষ্কের কোনো অংশে রক্ত সরবরাহ বন্ধ হয়ে কোষগুলো মরে গেলে স্ট্রোক হয়। প্রাণঘাতী বা অঙ্গহানির ব্যাধি হিসেবে এটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর চিকিৎসার মূল সূত্রই হলো মস্তিষ্কে রক্তপ্রবাহ পুনরুদ্ধার এবং ক্ষতি কমানো। তার জন্য ক্ষরণ-লক্ষণ শুরুর এক ঘণ্টার মধ্যে সঠিক চিকিৎসা শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসকরা এ সময়টাকে বলেন ‘গোল্ডেন আওয়ার’। তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলে রোগীর ক্ষতির আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব। দ্রুত সঠিক চিকিৎসা পেলে স্ট্রোক থেকে পুরোপুরি সুস্থ হওয়াও অসম্ভব নয়। আধুনিক চিকিৎসা পদ্ধতি মেকানিক্যাল থ্রোমবেক্টমির মাধ্যমে স্ট্রোকে মৃত্যুঝুঁকি কমানো সম্ভব। আক্রান্ত হওয়ার ১৬ থেকে ২৪ ঘণ্টার মধ্যেও এ চিকিৎসা কার্যকর হতে পারে। তবে এখনো এটা ঢাকাকেন্দ্রিক। তাও রাজধানীর হাতেগোনা কয়েকটি হাসপাতালে আছে। মোটেও সহজলভ্য নয়। দেশের স্বাস্থ্য খাতের সার্বিক সক্ষমতায় বিরাট দীনতা রয়েছে। বিশেষত স্ট্রোকের চিকিৎসা ঘাটতি দুর্ভাগ্যজনক। অথচ স্ট্রোক আক্রান্তের হার দিনকে দিন বাড়ছে। বর্তমান জীবনযাত্রার চাপ, ফাস্টফুড আসক্তি, শারীরিক পরিশ্রম কম করা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি অনুষঙ্গে ক্রমবর্ধমান হারে স্ট্রোকে আক্রান্ত হচ্ছে মানুষ। কিন্তু হাতের কাছে উপযুক্ত চিকিৎসার হাসপাতাল নেই। অনেক কাঠখড় পুড়িয়ে, বিস্তর সময় ক্ষেপণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন রোগীকে একটা হাসপাতালে আনা হলো- দেখা গেল শয্যা খালি নেই। চিকিৎসা সরঞ্জাম অন্য রোগীর জরুরি সেবায় নিয়োজিত। তখন অনিশ্চিত অপেক্ষা ছাড়া কিছু করার থাকে না। চিকিৎসার বিলম্বে অনেকের প্রাণপ্রদীপ নিভে যায়। অনেকে বরণ করেন দীর্ঘ বা চিরকালীন পঙ্গুত্ব। এই দুর্ভাগ্য দশা থেকে মুক্তি পেতে মানুষের নাগালের মধ্যে লাগসই, আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই। প্রতি বিভাগে তো বটেই, জেলা পর্যায় পর্যন্ত ক্যানসার, কিডনি, হৃদরোগ চিকিৎসার বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা চাই। স্ট্রোকের আধুনিক চিকিৎসাব্যবস্থাও নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, মৌলিক মানবিক অধিকারগুলোর মধ্যে স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ ব্যক্তি যদি বেঁচেই না থাকে, অন্য কোনোটিই তার আর প্রয়োজন থাকে না।
শিরোনাম
- হারের পর বোলারদের ‘সরি’ বললেন লিটন
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
স্ট্রোকের চিকিৎসা
সম্প্রসারণ চাই জেলা পর্যায়ে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর