ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, এ নিয়ে সন্দেহবাদীদের পালে হাওয়া লাগতে শুরু করেছে। অনির্বাচিত সরকারের শাসন দীর্ঘায়িত করতে দেশিবিদেশি নর্তকীরা নেমেছে পুতুলনাচের খেলায়- এমন অভিযোগও সর্বমহলে আলোচিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে টাগ অব ওয়ার। গণভোট কখন হবে তা নিয়ে নতুন করে অনৈক্য সৃষ্টি হওয়ায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, অনিশ্চয়তা তৈরি করছে। বিএনপি, জামায়াত ও এনসিপির পরস্পরবিরোধী অবস্থান সংশয়ের মাত্রা আরও বাড়িয়েছে। বিএনপি জাতীয় নির্বাচনের দিন গণভোটের দাবিতে অনড়। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের। আর এনসিপি বলছে গণভোট যে কোনো সময় হতে পারে। রাজনৈতিক দলগুলোর পরস্পরবিরোধী অবস্থান ও ঐকমত্য কমিশনের কর্মকাণ্ডে নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট তীব্র হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশ্য ছিল ঐকমত্য প্রতিষ্ঠা করা, কিন্তু তারা যে প্রস্তাব দিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে হতাশ বেশির ভাগ রাজনৈতিক দল। নির্বাচনের আগে গণভোট মানতে রাজি নয় বিএনপি। জামায়াতে ইসলামীর দাবি অবিলম্বে গণভোটের তারিখ ঘোষণা করতে হবে। বিএনপিসহ বেশির ভাগ রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের ধারণা নির্বাচনের আগে গণভোট হলে তাতে ভোটারদের উপস্থিতির হার হবে নগণ্য। কোনোভাবেই ৫ থেকে ১০ শতাংশের বেশির ভোটার ভোট কেন্দ্রে যাবে না। পতিত কর্তৃত্ববাদী সরকারের দোসররা সে নির্বাচন বানচালের পদক্ষেপও নিতে পারে। এমনটি হলে ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের ওপরও মানুষ আগ্রহ হারাবে। তার বদলে একই দিনে গণভোট এবং সংসদ নির্বাচন হলে এবং দুই ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের মতামত প্রকাশের সুযোগ পেলে ব্যাপক ভোটারের ভোট কেন্দ্রে যাওয়া নিশ্চিত হবে। দেশের বিগত তিনটি নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্যতা পায়নি সব দলের অংশগ্রহণের সুযোগ না থাকায়। আগামী নির্বাচনেও সে সীমাবদ্ধতা থাকছে। এ ক্ষেত্রে যখন জুলাইপন্থি সব দলের ঐক্য জরুরি তখন পারস্পরিক রেষারেষি প্রকারান্তরে পতিত স্বৈরাচারের জন্য সুযোগ সৃষ্টি করবে কি না, ভাবতে হবে।
শিরোনাম
- নেত্রকোনায় ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষ, নিহত দুই
- চাকরির শেষ কর্মদিবসে বিদ্যালয়েই মারা গেলেন প্রধান শিক্ষক
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
নির্বাচন নিয়ে দ্বন্দ্ব
দ্রুত অবসান কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর