পতিত সরকারের মতো পাঠ্যবই ছাপা নিয়ে ভুল পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির বই ছাপানোর ক্ষেত্রে তারা আন্তর্জাতিক দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিভিন্ন দেশ বাংলাদেশের পাঠ্যবই ছাপানোর কাজে দরপত্রে অংশ নিতে পারবে। আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে দেশের বাইরে বই ছাপা হলে বিদেশে চলে যাবে ৬০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা। বিদেশে পাঠ্যবই ছাপানোর কাজ প্রথম শুরু হয়েছিল আওয়ামী লীগ আমলে। আন্তর্জাতিক দরপত্র আহ্বান হলে সিংহভাগ কাজ চলে যাবে বিদেশিদের হাতে, এমন আশঙ্কা করছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। তাঁদের আশঙ্কা, এর ফলে দেশের কাগজশিল্প ও ছাপাখানার মালিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। বইয়ের মান নিয়েও থাকবে প্রশ্ন। দেশি শিল্প বাঁচাতে স্থানীয় ছাপাখানার মাধ্যমে বই ছাপানোর দাবি জানিয়েছেন মুদ্রণশিল্প সমিতির নেতারা। গত মঙ্গলবার অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২৭তম সভায় প্রাথমিকের ৯ কোটি বই ছাপার কেনাকাটার প্রস্তাব অনুমোদন করা হলেও আটকে দেওয়া হয়েছে মাধ্যমিকের ২১ কোটি বই কেনাকাটার প্রস্তাব। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য ১১ কোটি ৮৯ লাখ ৩২ হাজার ৮০২ কপি বই ছাপানোর জন্য অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উত্থাপন হয়, যার মোট ব্যয় ধরা হয় ৬০৩ কোটি ৩৭ লাখ টাকা। কিন্তু বৈঠকে শেষোক্ত প্রস্তাবটি অনুমোদন করা হয়নি। মাধ্যমিকের ওই বই আন্তর্জাতিক দরপত্র আহ্বানের মাধ্যমে যাতে ছাপা যায়, সে উদ্দেশে বৈঠকে দরপত্র বিধি সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়। দেশের কাগজ উৎপাদক ও মুদ্রণশিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশঙ্কা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলে বিদেশি মুদ্রণ প্রতিষ্ঠানগুলো সে দেশের সরকারের প্রণোদনার বদৌলতে বাংলাদেশের মুদ্রণশিল্পের চেয়ে কম দর দাখিল করে কার্যাদেশ বাগিয়ে নেওয়ার সুযোগ পাবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ টিকিয়ে রাখতে সরকার যখন হিমশিম খাচ্ছে তখন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার অপচয় হবে। আওয়ামী লীগ আমলে বিদেশ থেকে বই ছাপানোর ক্ষেত্রে বইয়ের মান নিয়ে প্রশ্ন ওঠে। দেশীয় শিল্প রক্ষায় সরকার এ ক্ষেত্রে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বিরত থাকবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- মানুষের মতো স্বাদ নেয় ও মনে রাখে কৃত্রিম জিভ, তাক লাগালেন চীনা বিজ্ঞানীরা
- ইউক্রেনের সাবেক স্পিকারকে গুলি করে হত্যা
- মাকে অমানবিক নির্যাতনের ভিডিও ভাইরাল, ছেলে-বউসহ আটক ৫
- সালমানের ব্যাটে ৬ বলে ৬ ছক্কা, ১২ বলে ১১: শেষ ২ ওভারে উঠল ৭১ রান
- চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
- ইয়েমেনের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুফতা
- ভয়েস অব আমেরিকার পাঁচ শতাধিক সাংবাদিককে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন
- নেত্রকোনায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
- সেলফির নেশায় মৃত্যু: ভারত ও যুক্তরাষ্ট্র শীর্ষে
- উড্ডয়নের পরই ইঞ্জিনে আগুন, মাঝ-আকাশে বিমানে আতঙ্ক
- আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে
- ৯৯ বছরের তাপমাত্রার রেকর্ড ভাঙল এশিয়া
- ফোরজিতে ন্যূনতম ডাউনলোড গতি ১০ এমবিপিএস নির্ধারণ
- ছেলের জন্মদিনের উপহার নিয়ে ঝগড়া, স্ত্রী ও শাশুড়িকে হত্যা করল স্বামী
- গাজা যুদ্ধে ৯০০ ইসরায়েলি সেনা নিহত
- তীব্র গরমে এশিয়া কাপের সূচিতে বড় পরিবর্তন
- চীনে পৌঁছেছেন পুতিন
- দিনের তাপমাত্রা বাড়লেও ঢাকায় হতে পারে বৃষ্টি
- একাদশ শ্রেণিতে ভর্তির শেষ ধাপে আবেদন শুরু
- প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক আজ