প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফার আন্দোলন দমনে পুলিশের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ উঠেছে। বুধবার রাজধানীতে শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস ও জলকামানের পাশাপাশি লাঠিচার্জও করা হয়। প্রকৌশল শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, তাদের পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া। বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগে অবস্থান নেন আন্দোলনরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শিক্ষার্থীরা। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে প্রেস ক্লাব, পল্টন, মৎস্য ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, সায়েন্স ল্যাবসহ রাজধানীজুড়ে যানজট ছড়িয়ে পড়ে। বেলা দেড়টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়। এ সময় আন্দোলনরত ব্যক্তিরা ব্যারিকেড অতিক্রমণের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়াপাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর চড়াও হলে আহত হন ১৫ শিক্ষার্থী। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমর্থন রয়েছে বলে আন্দোলনকারীরা দাবি করেছেন। তাঁদের বক্তব্য কোটার বদলে মেধাকে গুরুত্ব দেওয়ার দাবিতে জুলাই গণ অভ্যুত্থানের সূচনা হয়। সে অভ্যুত্থানের ফসল অন্তর্র্বর্তী সরকারের আমলে প্রকৌশল শিক্ষার্থীদের অবমূল্যায়ন দুর্ভাগ্যজনক। সরকার প্রকৌশল শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাই করে সুপারিশ করতে চার উপদেষ্টা এবং প্রকৌশল ও ডিপ্লোমা প্রকৌশলীদের সমন্বয়ে যে কমিটি গঠন করেছে, আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেছেন। তাঁরা বলেছেন, প্রকৌশলী ও ডিপ্লোমাদের একপাল্লায় মাপার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা নিঃসন্দেহে অগ্রহণযোগ্য এবং দুর্ভাগ্যজনক। আমরা আশা করব সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে।
শিরোনাম
- বায়ু দূষণের কারণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর
- রাকসু নির্বাচন : প্রথম দিন ডোপ টেস্টের নমুনা দিলেন ৮৭ জন
- স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
- শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগ : তদন্তে ডিএমপির ৩ সদস্যের কমিটি
- প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি
- ড্রোন হামলা চালিয়ে ইউক্রেনের যুদ্ধজাহাজ ডুবিয়ে দিল রাশিয়া
- উপকূলে ঝড়ের আশঙ্কা : সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে এক নম্বর সতর্কতা
- সংসার ভাঙার পর নতুন করে বাগদান সারলেন দুবাইয়ের রাজকন্যা
- ১৮ মাসে ১ কোটি চাকরি সৃষ্টিতে বিএনপির পূর্ণ প্রস্তুতি রয়েছে : আমীর খসরু
- আগামী দিনের ক্রিকেট তারকারা স্কুল মাঠেই লুকিয়ে আছে: বিসিবি সভাপতি
- ইন্দোনেশিয়ায় গ্রেফতার শ্রীলঙ্কার মোস্ট ওয়ান্টেড ব্যক্তি
- উপসচিব হলেন ২৬৮ কর্মকর্তা
- এশিয়া কাপের আগে সিলেটের মাঠে খেলা বাড়তি সুবিধা হবে : লিটন
- শেরপুর পৌরসভার সড়কের বেহাল দশা, জনদুর্ভোগের শেষ নেই
- স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য ও ইইউ
- প্রকৌশল শিক্ষার্থীদের সমস্যার সমাধানে সময় দরকার: ফাওজুল কবির
- প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন
- 'রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আসলে মোদির যুদ্ধ'
প্রকৌশলীদের আন্দোলন
সমঝোতায় পৌঁছানোর উদ্যোগ নিন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর