রাজধানীর শেরাটনে বিকাশ লিমিটেডের সহযোগিতায় “কোস্টাল কার্নিভাল” শিরোনামে এক জমকালো সীফুড ফেস্টিভালের আয়োজন করা হয়েছে, যা ঢাকার খাদ্যপ্রেমীদের জন্য সমুদ্রের নানা স্বাদের ভোজের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। এই উৎসবটি শেরাটনের ১৪ তলায় অবস্থিত “দ্য গার্ডেন কিচেন” রেস্টুরেন্টে ১০ জুলাই থেকে শুরু হয়েছে। চলবে ১৯ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েত দূতাবাস ও মালদ্বীপ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রাইম পার্টনার বিকাশ লিমিটেড, ট্রাভেল পার্টনার ফার্স্টট্রিপ, লয়ালটি পার্টনার অরেঞ্জ ক্লাব, গণমাধ্যম প্রতিনিধি এবং ফুড ব্লগারা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলি থুনায়ান আবদুল ওয়াহাব হামাদাহ এবং বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মো. শাকাওয়াত হোসেন (সিইও, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি), কায়েদুল আরেফিন (সিনিয়র রিলেশনশিপ এক্সিকিউটিভ, মার্চেন্ট পেমেন্টস, বিকাশ লিমিটেড), সীফুড বিশেষজ্ঞ এক্সপ্যাট শেফ এবং শেরাটন ঢাকার উচ্চপদস্থ কর্মকর্তারা। ফিতা কেটে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। পরে, সীফুড বিশেষজ্ঞ শেফদের দ্বারা আয়োজিত ফুড টেস্টিং সেশনে অতিথিরা উৎসবে পরিবেশিত এক্সক্লুসিভ ও এক্সোটিক ডিশগুলোর স্বাদ গ্রহণ করেন।
“কোস্টাল কার্নিভাল” শুধু ডিনার সময় উপলব্ধ থাকবে এবং বুফের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি ব্যক্তি ৯৪৫০ টাকা (নেট)। বিকাশ ও ২৪টি ব্যাংক পার্টনারের সঙ্গে রয়েছে বাই ওয়ান গেট টু (B1G2) এবং বাই ওয়ান গেট ওয়ান (B1G1) অফার, যা ব্যবহার করে অতিথিরা এই উৎসবের আনন্দ বহুগুণে উপভোগ করতে পারবেন। অংশগ্রহণে আগ্রহী অতিথিদের আগেই +৮৮০২৫৫৬৬৮১১১১ / +৮৮০১৩১৩৭০৯০৯৯ নম্বরে ফোন করে The Garden Kitchen-এ রিজার্ভেশন করতে অনুরোধ করা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ/ই