বরিশাল নগরীর লাকুটিয়া খাল থেকে প্রায় ১৫ কেজি ওজনের বোয়াল মাছ শিকার করেছেন এক শৌখিন মাছ শিকারি। গতকাল দুপুরে মাছটি শিকার করেন মহামায়া এলাকার বাসিন্দা মো. রানা। মাছটি দেখতে উৎসুক এলাকাবাসী ভিড় করে।
মাছ শিকারি রানা জানান, দীর্ঘদিন ধরে ময়লা-আর্বজনায় ভরা ছিল লাকুটিয়া খালটি। সম্প্রতি খালটি পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়লা-আবর্জনা পরিষ্কার করায় খালে ফিরেছে পানির প্রবাহ। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে খালের পানি বেড়েছে। এতে কীর্তনখোলা নদী থেকে বিভিন্ন প্রজাতির মাছ খালে আসছে। জুমার নামাজ পড়ার জন্য বের হলে এক ব্যক্তি খালে মাছটি দেখতে পেয়ে তাকে জানায়। পরে টেঁটা দিয়ে মাছটি শিকার করা হয়। তিনি ধারণা করছেন মাছটির ওজন আনুমানিক ১৪-১৫ কেজি।
এলাকাবাসী জানান, খালটি পরিষ্কার থাকলে নদী থেকে অনেক মাছ আসবে। তাই খালটি পরিষ্কার রাখতে সবাইকে সজাগ থাকার অনুরোধ জানান তারা।