সাতক্ষীরা সদর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাতে উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্য রেখার কাছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের পর তাদের হস্তান্তর করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামের আবদুর রব সরদারের ছেলে মো. সেকেন্দার হোসেন, নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে আবদুল্লাহ গাজী, যোগেন্দ্রনগর গ্রামের মো. সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন, কালিঞ্চি গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী নাজমা বিবি, তার এক ছেলে ও দুই মেয়ে, নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মাফুজা খাতুন, তার মেয়ে ও ছেলে, খুলনার বটিয়াঘাটা উপজেলার কৃষ্ণনগর জলমা এলাকার মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম, তার মেয়ে এবং পিরোজপুর সদর উপজেলার খানাকুনিয়ারী গ্রামের রুহুল আমিন, তার স্ত্রী ও মেয়ে।
বিজিবির বরাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল বলেন, মঙ্গলবার রাতে অবৈধভাবে ভারত প্রবেশের দায়ে হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে ১৫ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। বৃহস্পতিবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত এনে থানায় হস্তান্তর করে বিজিবি। সবাইকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।