জয়ের জন্য শেষ ১২ বলে স্বাগতিক গায়ানা ওয়ারিয়র্সের দরকার ছিল ২০ রান। ম্যাচসেরা সৈয়দ খালেদের ওভারের প্রথম ৪ বলে এক চার ও ছক্কায় ১১ রান করে ম্যাচ জমিয়ে তোলে স্বাগতিকরা। সমীকরণ দাঁড়ায় শেষ ৮ বলে ৯ রানের। স্বাগতিকদের হাতে তখনো ৩ উইকেট। পাল্লা হেলে পড়ে গায়ানার দিকে। কিন্তু খালেদ পঞ্চম ও ষষ্ঠ বলে টানা ২ উইকেট নিয়ে ম্যাচে ফেরান রংপুর রাইডার্সকে। শেষ ওভারের সমীকরণে চ্যাম্পিয়ন রংপুরকে জিততে দরকার ১ উইকেট। গায়ানার দরকার ৯ রান। টান টান উত্তেজনা ম্যাচে। ওভারের প্রথম বলে আজমতউল্লাহ কামারজাই বোল্ড করেন স্বাগতিক দলের নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ওয়াইজকে। ৮ রানে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে নেয় গ্লোবাল সুপার লিগের (জিএসএল) গত আসরের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানদের পরের ম্যাচ ১৩ জুলাই অস্ট্রেলিয়ার হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ডিং পারফরম্যান্সে দুবাই ক্যাপিটালস ২২ রানে হারিয়েছে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিকসকে। টস জিতে ব্যাটিংয়ে নামে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার ৭.৫ ওভারে ৪৯ রানের ভিত দেন। সাইফ ১৮ বলে ১ চারে ১৮ রানে আউট হন। এরপর সৌম্য ও কাইলি মেয়ার্সের সুযোগ ছিল বড় জুটি গড়ার। কিন্তু ৬ রানের বেশি যোগ করেননি। সৌম্য ব্যক্তিগত ৩৫ রানে আউট হন। ৩৬ বলের ইনিংসটিতে ছিল ৫টি চার। দুই ওপেনারের বিদায়ের পর বর্তমান চ্যাম্পিয়নদের টেনে নিয়ে যান মেয়ার্স। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ক্যারিবীয় এ অলরাউন্ডার। ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায়। শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহান ১০ বলে ২ চার ও এক ছক্কায় ১৮ রান এবং ইফতেখার আহমেদের ২১ বলে ২টি চার ও ছক্কায় ৩৪ রানের অপরাজিত ইনিংস খেললে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ১৬২ রান। স্বাগতিকদের পক্ষে ইমরান তাহির ও গুদাকেশ মোতি ২টি করে উইকেট নেন। ১৬৩ রানের টার্গেটে জনসন চার্লসের ২৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪০ রানে ভর করে জয়ের পথ তৈরি করেছিল। কিন্তু ম্যাচসেরা খালেদ ও দুই বিদেশি আজমতউল্লাহ কামারজাই ও তাবরিজ শামসির জোড়ালো আক্রমণে ১৯.১ ওভারে ১৫৪ রানে অলআউট হয়। রংপুরের অধিনায়ক সোহান গ্লাভস হাতে ৩টি ক্যাচ ও একটি স্ট্যাম্প করেন।