চুরি-ডাকাতি-ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) বেলা ১২টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বাইপাস মোড় এলাকায় এ মানববন্ধনের আয়োজন করেন আলহেরা সোসাইটি। এতে অংশ নেন শিক্ষক, ইমাম-মোয়জ্জেন, ব্যবসায়ীসহ শত শত মানুষ।
আলহেরা সোসাইটির চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, আলহেরা সোসাইটির কো-চেয়ারম্যান শরিফুল ইসলাম দুদু, মোস্তফা কামাল, সহ-সভাপতি এনামুল হক পল্টু, সাধারণ সম্পাদক তাজনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ, সমাজকর্মী তারেক মাহমুদ জয়, রেল আব্দুল্লাহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। বহিরাগত স্কুল, কলেজ পড়ুয়া ছাত্রদের সাথে যুক্ত হয়েছে ফ্যাসিষ্ট শ্রেণির কিছু কতিপয় লোকজন। প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে তারা। অনেকে ভয়ে তাদের কিছু বলতে পারছে না। এমনকি যারা প্রতিবাদ করছে তাদের বিভিন্ন রকম ঝামেলায় পড়তে হচ্ছে। নির্ধারিত চাঁদার টাকা তাদের বাড়িতে দিয়ে আসতে হচ্ছে। এ ঘটনা কাউকে বললে হুমকি-ধমকি প্রদান করছে তারা। অবিলম্বে এ সকল দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, ঝিনাইদহ শহরতলীর হামদহ আলহেরা পাড়ায় একের পর এক চুরি, ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা ঘটেই চলেছে। এমনকি গত দশ দিনের ব্যবধানে ওই এলাকা থেকে অন্তত ২৫ টি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
বিডি প্রতিদিন/হিমেল