২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোপালগঞ্জ জেলার মধ্যে একমাত্র শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করেছে ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’। জেলার ১৯৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি শীর্ষস্থান দখল করেছে। নারী শিক্ষায় অগ্রণী ভূমিকা রাখা এ প্রতিষ্ঠান এর আগেও ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করেছিল।
চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে ৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৯ জন, ‘এ’ পেয়েছে ২০ জন, ‘এ-মাইনাস’ পেয়েছে ১৪ জন, ‘বি’ পেয়েছে ৫ জন এবং ‘সি’ পেয়েছে ২ জন শিক্ষার্থী। এই ফলাফল কেবল সংখ্যা নয়, বরং এটি একটি ধারাবাহিক সাফল্যের প্রতিফলন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ তানিয়া খান বলেন, “আমাদের লক্ষ্য কেবল পরীক্ষার ফলাফল নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ গড়ে তোলা। এবারের ফলাফল আমাদের সেই প্রচেষ্টাকে শক্ত ভিত দিয়েছে।” তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির শিক্ষক রবিউল ওহাব বলেন, “কোভিড-পরবর্তী সময়েও আমরা নিয়মিত ক্লাস নিয়েছি। আইসিটি-নির্ভর পাঠদান, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার মাধ্যমেই এই অর্জন সম্ভব হয়েছে। আমাদের শিক্ষার্থীরা শুধুমাত্র পরীক্ষার জন্য নয়, বরং বিতর্ক, বিজ্ঞানমেলা ও সমাজসেবায়ও সক্রিয় ভূমিকা রেখেছে।”
গোপালগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন বলেন, “এ বছর দেশের বহু নামকরা প্রতিষ্ঠান শতভাগ পাস করতে পারেনি। সেখানে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এ অর্জন অনন্য। এটি কেবল জেলার নয়, দেশের নারী শিক্ষার ক্ষেত্রেও গর্বের বিষয়। অন্য প্রতিষ্ঠানগুলো তাদের দেখে অনুপ্রাণিত হবে।”
বিডি প্রতিদিন/আশিক