চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডে একটি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষ জানিয়েছে, শুক্রবার ছুটির দিন হওয়ায় কারখানাটি বন্ধ ছিলো। বিকাল তিনটার দিকে স্থানীয়রা সেখানে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের পাশাাপাশি সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত করা হচ্ছে বলে জানায় নিয়ন্ত্রণ কক্ষ।
বিডি প্রতিদিন/এএম