রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওজোপাডিকোর পিচরেট কর্মচারী (মিটার রিডারম্যান) মোক্তার বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী জেলা গোয়েন্দ শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর জেলার শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে মোক্তার বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ। মোক্তার বিশ্বাস রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সেলিম রেজার ছেলে।
জানা গেছে, মোক্তার বিশ্বাস ১৫ বছর ধরে ওজোপাডিকোর বিদ্যুতের মিটার রিডার হিসাবে কাজ করে আসছেন। তিনি রাজবাড়ীর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. (ওজোপাডিকো) নিয়োগপ্রাপ্ত কর্মচারী পরিচয়ে জেলার একাধিক ইউনিয়নের গ্রাহকদের বিদ্যুৎ বিল তৈরি, গ্রাহকদের কাছ থেকে বিদ্যুৎ বিল সংগ্রহ, বিকাশের মাধ্যমে বিল আদায়সহ নতুন সংযোগের অর্থ আদায় করতেন। ২০২৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দুই বছরে কয়েকশ গ্রহকের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। পরে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে ওই সব গ্রহকদের বকেয়া বিল পরিশোধের জন্য নোটিশ দেন। তখন ফাঁস হয় মোক্তার বিশ্বাসের প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়টি।
এ ঘটনার প্রতিকার চেয়ে ২ জুলাই (বুধবার) ভুক্তভোগীরা রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের কাছে লিখিত অভিযোগ করেন। পরে জেলা প্রশাসকের হস্তক্ষেপে রাজবাড়ী ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বাদি হয়ে মোক্তার বিশ্বাসের নামে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত কর্মকর্তা রাজবাড়ী সদর থানা পুলিশের উপ পরিদর্শক (এস আই) পাভেল মোল্লা বলেন, মামলাটির তদন্ত চলমান। এই মামলায় একজন এজাহার নামীয় আসামি মোক্তার বিশ্বাসকে গ্রেফতার করা হয়েছে। মামলায় কোনো অজ্ঞাতনামা আসামি নেই।
বিডি প্রতিদিন/হিমেল