ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

একটি দুর্ঘটনা ও একজন বিসিএস উত্তীর্ণ সন্তানের স্বপ্ন ভঙ্গ!
নাজমুল হুদা, সাভার :
প্রতীকী ছবি

সাভারের রাজাশন এলাকায় একটি শাখা সড়কে দ্রুতগতির বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় শামসুন্নাহার (৫০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজাশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা শামসুন্নাহার সাভারের রাজাশন এলাকায় স্বামী তোফায়েল হোসেনের সাথে থাকতেন। 

নিহত শামসুন্নাহারের স্বামী সাভার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট তোফায়েল হোসেন জানান, দুপুরে স্ত্রী আহত হওয়ার খবর পেয়েই তিনি ছুটে যান এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। ততক্ষণে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন শামসুন্নাহারকে। তারপর থেকেই হাসপাতালজুড়ে স্বজনদের আহাজারি আর আর্তনাদে ভারি হয়ে ওঠে সেখানকার পরিবেশ।

তিনি আরও জানান, তাদের ছেলে ডা. ইকবাল আহমেদ ৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে যোগ দেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে। প্রথম কর্মস্থল  নীলফামারী জেলার ডিমলা স্বাস্থ্য কেন্দ্রে আগামী বৃহস্পতিবার যোগ দেওয়ার কথা তার। কথা ছিলো, মা-বাবাসহ সন্তানের সঙ্গে যাবেন। কিন্তু একটি দুর্ঘটনা তছনছ করে দিল বিসিএসে উত্তীর্ণ এই ছেলের স্বপ্নকে। 

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ বলেন, দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া মোটরসাইকেলকে চালককে আটকের চেষ্টা চলছে।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর