ঢাকা, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আজকের পত্রিকা

গৌরনদীতে নকল হ্যান্ড স্যানিটাইজার বিক্রির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ডে নকল হ্যান্ড স্যানিটাইজার এবং অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অনিক মেডিকেল হলের মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে অভিযানের সময় ওই ফার্মেসী থেকে জব্দকৃত অননুমোদিত ওষুধ ও মানহীন হ্যান্ড স্যানিটাইজার দোকানের সামনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

সহকারী কমিশনার জানান, অনিক মেডিকেল হল থেকে বেশ কিছু নকল হ্যান্ড স্যানিটাইজার, অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল জব্দ করা হয়। এ ঘটনায় ফার্মেসী মালিক জামাল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত নকল হ্যান্ড স্যানিটাইজার ও ওষুধ ধ্বংস করা হয় বলে তিনি জানান। 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ



এই পাতার আরো খবর