ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

কালিয়াকৈরে করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন কার্যক্রম শুরু
কালিয়াকৈর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্দার মানিক আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এন্ড কলেজে শনিবার থেকে দুদিন ব্যাপী করোনা ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ হেলথ টেকনোলজি মেডিকেল সার্ভিস লি. ও সুতন্বী ফাউন্ডেশন যৌথ উদ্যোগে ওই কার্যক্রম চলছে।

জানা যায়, মানুষের দোর গোড়ায় করোনা ভ্যাকসিনের কার্যক্রম পৌঁছে দিতে ওই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শনিবার সকালে ভ্যাকসিনের ফ্রি নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কায়কোবাদ, সুতন্বী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সুজন মাহমুদ, আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক শোয়েব মৃধা, সমাজ সেবক আব্দুর রহিম সরকার ও আবুল কাশেম প্রমুখ।

দুই দিনে প্রায় দুই শতাধিক লোক ভ্যাকসিনের ফ্রি নিবন্ধনে অংশ নিবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

বিডি প্রতিদিন/আবু জাফর



এই পাতার আরো খবর