ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

‘বাংলাদেশেই একমাত্র স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তি আছে’
নীলফামারী প্রতিনিধি :

ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন বলেছেন, ‘পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ। যেখানে বলা হয় স্বাধীনতার পক্ষের এবং স্বাধীনতার বিপক্ষের শক্তি আছে। পৃথিবীর কোথাও কিন্তু এটি আর পাবেন না। তাহলে আমরা কী রাজনীতি করলাম। ৩০ পার্সেন্ট লোক যদি আজকেও পাকিস্তানের পক্ষে থাকে তাহলে কি হলো?’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তৃতায় তিনি একথা বলেন। উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা এখানে যারা আছেন পাকিস্তান কেমন ছিল আপনারা জানেন। না জানলে যারা জানেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। এ দেশে শেখ হাসিনাকে ২৩ বার হত্যার পরিকল্পনা হয়, খালেদা জিয়াকে একবারও না।’

তিনি আরও বলে, ‘যদি সত্যি বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আওয়ামী লীগ যাই বলুক, আওয়ামী লীগ যাই করুক আপনাকে বলতে হবে আমি ধর্মনিরপেক্ষতা মানি। আওয়ামী লীগ যা কথাই বলুক আমি বৈষম্যহীন সমাজ না হলেও বৈষম্য কমার সমাজ চাই, যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন। বঙ্গবন্ধুকে যদি আপনি ধারণ করেন, আপনি বলবেন আমি গণতন্ত্র চাই, আওয়ামী লীগ না চাইলেও এবং আদর্শ যারা মানবে তারাই আওয়ামী লীগ করেন, তারাই বঙ্গবন্ধুকে ধারণ করেন। তারাই শেখ হাসিনাকে ধারণ করেন। নির্বাচন যতো সামনে আসবে ষড়যন্ত্র বাড়বে, হত্যার হুমকি হবে। কিন্তু আপনারা যদি বঙ্গবন্ধুকে বিশ্বাস করেন, শেখ হাসিনার প্রতি আস্থা থাকে, আমি মনে করি আপনারা যার যার জায়গা থেকে দাঁড়িয়ে থাকবেন। কেউ আমাদেরকে হঠাতে পারবে না, জয় আমাদের হবেই।’

এসময় প্রধান অতিথির বক্তৃতায় নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক ও সব ধর্ম-বর্ণের মানুষের সম্প্রীতির বাংলাদেশ। সেই বাংলাদেশকে সমৃদ্ধ দেশে পরিণত করতে হলে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর স্বপ্ন লালন করে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যেতে হবে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর