গাজীপুরের কালিয়াকৈরে চন্ডিতলা এলাকায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিতলা এলাকায় মঙ্গলবার সকালে কালিয়াকৈর ধামরাই সড়কের পাশে অজ্ঞাত যুবকের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে অক্ষত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও টি শার্ট। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। অন্য কোথায় হত্যা করে ওই রাস্তার পাশে ফেলে রেখেছে বলে ধারণা করছে এলাকাবাসী।
কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান, রাস্তার পাশ থেকে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তার এখনো কোনো পরিচয় পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/হিমেল