চট্টগ্রামে মোবাইল চোর চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে ৩৪২টি চুরি হওয়া মোবাইল, ৬টি ল্যাপটপ ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ। আইএমইআই নম্বর পরিবর্তন করে এসব ফোন নতুন প্যাকেটসহ দেশ ও বিদেশে পাচার করছিল একটি সংঘবদ্ধ চক্র। শুধু দেশের বিভিন্ন জেলা নয়, এই মোবাইল ফোনগুলো রোহিঙ্গা ক্যাম্প, মিয়ানমার, নেপাল ও ভারতে পাচার হতো।
শনিবার (১২ জুলাই) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মাহবুব আলম খান এসব তথ্য জানান। তিনি বলেন, “চক্রটি মোবাইল ফোনের আইএমইআই পাল্টে, মেরামত করে নতুন মোড়কে বাজারে ছাড়তো। তাদের কার্যক্রম মূলত জনসমাগমস্থলে, উৎসব বা যাত্রীবেশে মিশে থাকা অবস্থায় সংঘটিত হতো।”
পুলিশ জানায়, গত ১০ জুলাই রাতে নগরীর নন্দনকানন এলাকার রশিদ মঞ্জিলের একটি বাসায় অভিযান চালায় সিএমপির ডিবি (পশ্চিম)। অভিযানে ওই বাসা থেকে মো. তানভির হাসনাইন (৩২), মো. সোহেল উদ্দিন (৩২), মো. মোহাম্মদ হোসাইন (২২), মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩৬) এবং আবদুল্লাহ আল মামুন (২৭) নামের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই চুরি ও ছিনতাইয়ে জড়িত এবং পেশাদার অপরাধী।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তানভির হাসনাইন ও সোহেল উদ্দিনের বিরুদ্ধে কোতোয়ালীসহ বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির প্রস্তুতির ৪টি মামলা এবং রুবেলের বিরুদ্ধে রয়েছে ৫টি মামলা। এরা জামিনে মুক্ত হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।
এ বিষয়ে মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বলা হয়, চক্রটির সদস্যরা মোবাইল চুরি ও ছিনতাই করে, পরে সেগুলোকে নতুন মোবাইল বলে বিক্রি করে প্রতারণা করে আসছিল দীর্ঘদিন ধরে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক