চাঁদাবাজি, দখলবাজি এবং বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম মহানগর যুবদলের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কেন্দ্রীয় যুবদল। শনিবার তাকে বহিষ্কারের সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় যুবদল।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল বলেন, ‘এমদাদুল হক বাদশার চাঁদাবাজি, দখলবাজি এবং নানান অপরাধ তদন্ত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় বহিষ্কারের সুপারিশ করে। এরই ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে দলীয় পরিচয় ব্যবহার করে কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয় প্রশাসনকে।’
বিডিপ্রতিদিন/কবিরুল