ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বাংলাবান্ধা কাস্টমসে যাত্রী ব্যাগেজ স্ক্যানার মেশিন চালু
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কাস্টমস কর্তৃপক্ষ যাত্রী ব্যাগেজ স্ক্যানার মেশিন চালু করেছে। যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই স্ক্যানার চালু হলো। বৃহস্পতিবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মো: আব্দুল মান্নান শিকদার স্ক্যানার মেশিন উদ্বোধন করেন। 

কাস্টমস কর্তৃপক্ষ জানায়, এই স্ক্যানার মেশিন চালু হওয়ায় যাত্রীরা তাদের ব্যাগেজে অবৈধ পন্য বহন করলে সহজেই চিহ্ণিত করা যাবে এবং শুল্কযুক্ত পন্য থাকলে শুল্ক আদায় করা সম্ভব হবে। যাত্রীরা জানান, স্ক্যানার মেশিন চালু হওয়ার ফলে দ্রুততম সময়ে ব্যাগ খুলে তল্লাশি ছাড়াই যাত্রীদের ব্যাগেজ পরীক্ষা করা যাবে। এতে যাত্রীদের দুর্ভোগ কমে যাওয়ার পাশাপাশি সীমান্ত পারাপারে সময় কম লাগবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর কাষ্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, বাংলাবান্ধা স্থল শুল্ক স্টেসনের সহকারি কমিশনার মবিনুল ইসলামসহ স্থলবন্দরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। 

বিডি প্রতিদিন/হিমেল



এই পাতার আরো খবর