ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্ব পরিবেশ দিবসে রংপুরে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক, রংপুর:

‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সোমবার সকালে পরিবেশ অধিদপ্তর রংপুর কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করা হয়। 

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেনের স্বাগত বক্তব্যে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম কুমারসহ অন্যরা। সভায় বক্তারা, পরিবেশ সুরক্ষায় প্লাষ্টিকের ব্যবহার হ্রাস ও পরিবেশের দূষণ রোধে সুপারিশমালা তুলে ধরেন। 

বিডি প্রতিদিন/এএম



এই পাতার আরো খবর