ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

বিশ্বকাপে অধিনায়ক উইলিয়ামসনের অনন্য রেকর্ড
অনলাইন ডেস্ক

বিশ্বকাপ ফাইনালে নানা নাটকীয়তার পর নিউজিল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বাদ পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তবে পুরো টুর্নামেন্টেই আলোচনায় ছিলেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। গড়েছেন অনন্য কীর্তিও। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন উইলিয়ামসন। আগে এটি ছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের দখলে।

উইলিয়ামসন এই বিশ্বকাপে সব মিলিয়ে ৫৭৮ রান করেছেন। এখন পর্যন্ত যেকোন অধিনায়কের হয়ে একটি আসরে এটিই সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ৫৪৮ রান করে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন জয়াবর্ধনে।

২০১৯ বিশ্বকাপে উইলিয়ামসন ৯টি ইনিংস খেলে রান করেছেন ৫৭৮, গড়: ৮২.৫৭। ৭৪.৯৬ স্ট্রাইক রেটে সেঞ্চুরি ২টি ও হাফ-সেঞ্চুরি ২টি। 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ



এই পাতার আরো খবর