ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

ব্রাজিলে বিকিনি সুন্দরীদের ছবি নিয়ে বিতর্ক
অনলাইন ডেস্ক

‘‌মিস বামবাম’‌ প্রতিযোগিতা ঘিরে বিতর্কের ঝড়!‌ ব্রাজিলের এই সৌন্দর্য প্রতিযোগিতা নজর কাড়ে তার অভিনবত্বের জন্য, কারণ ব্রাজিলের এই প্রতিযোগিতায় যে সুন্দরী যত আকর্ষণীয় নিতম্বের মালকিন হন, তিনি এগিয়ে থাকেন ততটাই। 

এবারের প্রতিযোগিতায় বিতর্ক বেঁধেছে একটি ছবি নিয়ে। ওই ছবিতে দেখা যাচ্ছে একটি টেবিলের চারদিকে বসে রয়েছেন আট স্বল্পবাস সুন্দরী। দেখলেই বোঝা যাবে, ছবিটি তোলা হয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত সৃষ্টি ‘‌দ্য লাস্ট সাপার’‌-‌এর অনুকরণে। যেখানে যিশুকে ঘিরে নৈশভোজের টেবিলে বসে ছিলেন তার ঘনিষ্ঠ শিষ্যরা। 

সাদৃশ্য দেখেই চটেছেন খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষরা। তাদের বক্তব্য, এই ছবির মাধ্যমে খ্রিষ্টানদের ভাবাবেগকে আঘাত দেওয়া হয়েছে। দ্য ভিঞ্চির ছবিতে একেবারে মাঝখানে বসেছিলেন যিশু। মিস বামবাম প্রতিযোগিতায় যাকে মাঝখানে বসানো হয়েছে, তিনি ব্রাজিলের বিখ্যাত ‘‌লঁজারি মডেল’‌ দিয়ানা ফেগুয়ের্দো। 

এদিকে তাদের ছবি নিয়ে বিতর্ককে মোটেও যুক্তিহীন বলে মনে করছেন না দিয়ানা। তিনি বলেছেন, ‌‘‌অনেকেই ছবিটা দেখে রেগে গিয়েছেন এবং সেটাই স্বাভাবিক। আমি বাধ্য হয়েছিলাম এই ফটোশ্যুটে অংশ নিতে কারণ আমি প্রতিযোগিতা আয়োজনকারী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ ছিলাম। যদি জানতাম যে আমাকে দিয়ে এরকম ছবি তোলানো হবে, তাহলে কখনই চুক্তি স্বাক্ষর করতাম না।’‌ 

তবে প্রতিবছরই কোন না কোন ভাবে বিতর্ক তৈরি করে মিস বামবাম প্রতিযোগিতা। অনেকেই মনে করেন প্রতিযোগিতাকে জনপ্রিয় করতে ইচ্ছা করেই বিতর্ক তৈরি করা হয়। এবারের বিতর্কও ইচ্ছে করেই তৈরি করা হয়েছে বলে মনে করছেন অনেকে।

বিডি প্রতিদিন/২৫ অক্টোবর ২০১৬/হিমেল



এই পাতার আরো খবর