ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

আজকের পত্রিকা

সিনেমা সফল হলে কিছু কিছু মানুষের গা এত জ্বলে কেন
দীপংকর দীপন :

‘পাসওয়ার্ড’ সফল হলে আমার লাভ, আমার ব্যক্তিগত লাভ। কারণ ‘পাসওয়ার্ড’ সুপার-ডুপার ব্যবসা করলে অন্তত পাঁচটা সিনেমা হল মালিক তার হল বন্ধ করার ভাবনা থেকে সরে আসবেন। ‘নোলক’ সফল হলেও আমার লাভ, আমার ব্যক্তিগত লাভ। কারণ, ‘নোলক’ সফল হলে মৌলিক ইমোশনাল গল্প নিয়ে ছবি করতে প্রযোজকরা আগ্রহী হবেন। ‘অন্য বসন্ত’ সফল হলেও আমার লাভ, আমার ব্যক্তিগত লাভ। কারণ, আমি তখন প্রযোজকদের উদাহরণ দিয়ে বলতে পারব প্রচলিত নায়ক-নায়িকা ছাড়াও সিনেমা সফল হয়। কামু’র (নির্মাতা) ‘দি ডিরেক্টর’ সফল হলে, অনেক ভিউ পেলে আমার লাভ। আমি তখন যে গল্পটা কোনো দিন বানাতে পারবো না ভেবে ফাইল আটকে ফেলেছিলাম; সেটা বের করে নির্মাণ করার সাহস করে ফেলতে পারব। সত্যিকার অর্থে সবগুলোই আমার লাভ; একেবারে ব্যক্তিগত, পেশাগত ও পারিবারিক লাভ। আমি তাই বুঝতে পারি না কোনো সিনেমা সফল হলে কিছু কিছু মানুষের এত গা জ্বলে কেন??? আর তারা সিনেমা সংশ্লিষ্ট মানুষ হলে আমি আরো বুঝতে পারি না।

লেখক : চলচ্চিত্র নির্মাতা

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/শফিক



এই পাতার আরো খবর