ঢাকা, বুধবার, ১ মে, ২০২৪

আজকের পত্রিকা

এইরকম চ্যাটাং চ্যাটাং প্রশ্ন করে ভালো ফল পেয়েছে!
মোস্তফা সরয়ার ফারুকী
মোস্তফা সরয়ার ফারুকী

মিসোজিনিস্টগুলা সবচেয়ে বেশি ভড়কে যায় মেয়েদের উঁচু গলায়! এইজন্য সবসময় বলে গলা উঁচু করবা না, জোরে হাসবা না! মেয়েরা, গলা যখন উঁচু করেছোই, আর নামাবা না! তোমাদের গলায় মিলেছে আমাদের গলাও! 

সংযুক্তি: ওহ, আরেকটা জিনিসে এরা ভড়কে যায় - চ্যাটাং চ্যাটাং কথা! ২০০৯ সালে আমি একটা ছবি বানাইছিলাম “থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার” নামে! সেখানে একদম শুরুতেই তিশাকে রাতের বেলায় নির্জন রাস্তায় একা ঘুরতে দেখে রাজিব মহাজন জিজ্ঞেস করে “এই আপনি একটা মেয়ে হয়ে এতো রাতে একা ঘুরতেছেন কেনো?” তিশা পাল্টা প্রশ্ন করে, “আমি কি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটা ছেলে হয়ে এতো রাতে একা ঘুরতেছেন কেনো”? 

পরে অনেক মেয়ে আমাকে বলছে তারাও এইরকম চ্যাটাং চ্যাটাং প্রশ্ন করে ভালো ফল পেয়েছে! সুতরাং জোরে কথা, জোরে হাসির সাথে মুখে মুখে প্রশ্ন এবং তর্কও চলবে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



এই পাতার আরো খবর